IQNA

ভিডিও | হামিদ ওয়ালি জাদেহের মনোমুগ্ধকার তিলাওয়াত

ইকনা: ইরানের আন্তর্জাতিক ক্বারী হামেদ ওয়ালি জাদেহের কণ্ঠে সূরা কাসের ৫ নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার ১০৫ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করা হল।

ইরানের আন্তর্জাতিক ক্বারী হামেদ ওয়ালি জাদেহের কণ্ঠে সূরা কাসের ৫ নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার ১০৫ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করা হল।

 

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ ﴿۵﴾

আর আমরা চাই যাদের দেশে হীনবল (ও অসহায়) করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করি ও তাদের নেতা নিযুক্ত করি এবং তাদের (সেই দেশের) উত্তরাধিকারী করি।

 

وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ ﴿۱۰۵﴾

নিঃসন্দেহে আমরা স্মারকবাণীর (তাওরাতের) পর যাবুরেও লিপিবদ্ধ করে দিয়েছিলাম যে, পৃথিবীর অধিকারী আমার সৎ বান্দারা হবে। 

captcha